নামাজে যেভাবে দাঁড়ানো অনুচিত

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  : জামাতে নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩)

 

নামাজে ধনী-গরিব, সাদা-কালো, রাজা-প্রজার মধ্যে কোনো ব্যবধান থাকে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে জড়োসড়ো হয়ে বিনীতভাবে আল্লাহকে সেজদা করবে। এটাই জামাতে নামাজ পড়ার মূল উদ্দেশ্য। আল্লাহর বান্দাদের উচিত নয়- এলোমেলো হয়ে ফাঁক রেখে নামাজ পড়া। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে।

এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন- إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً ‘নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, যারা কাতার সোজা করে। আর যে ব্যক্তি কাতারে ফাঁক বন্ধ করে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন।’ (ইবনে মাজাহ: ৯৯৫; মুসনাদে আহমদ: ২৪৬৩১)

 

আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- مَنْ سَدّ فُرْجَةً فِى صَفٍّ رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً وَ بَنٰى لَهُ بَيْتًا فِي الْجَنّةِ ‘যে ব্যক্তি কাতারের মধ্যকার ফাঁক বন্ধ করবে, এর বিনিময়ে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (আলমুজামুল আওসাত, তবারানি: ৫৭৯৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৩৮২৪)

 

হজরত আনাস (রা.) বলেন, ‘একদা নামাজের ইকামত দেওয়া হলে রাসুলুল্লাহ (স.) আমাদের অভিমুখী হয়ে বললেন- أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‘তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো এবং গায়ে গায়ে মিশে দাঁড়াও। আমি তোমাদেরকে আমার পেছন দিক থেকেও দেখতে পাই।’ (সহিহ বুখারি: ৭১৯)

যে সমাজ নামাজের কাতারের প্রতি বেশি যত্নবান হবে সে সমাজ তত সুন্দর ও সুসংহত থাকবে। হাদিসেই এর প্রমাণ রয়েছে। হজরত নোমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (স.) আমাদের (নামাজের) কাতারগুলো সোজা করে দিতেন, মনে হতো যেন তিনি কামানের কাঠ সোজা করছেন। যতক্ষণ না বুঝতে পারতেন যে আমরা পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছি। অতঃপর তিনি স্বস্থানে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা বলতে যাবেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি কাতার থেকে সামনে এগিয়ে আছে, তখন তিনি বলেন- عِبَادَ اللَّهِ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ‘আল্লাহর বান্দাগণ তোমাদের লাইন সোজা করো, অন্যথায় আল্লাহ তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দেবেন।’ (মুসলিম: ৮৬৫)

 

এছাড়াও কাতারের মাঝখানে ফাঁকা রেখে নামাজ পড়লে শয়তান খুব সহজেই ধোঁকা দিতে সক্ষম হয়। কারণ শয়তান এই ফাঁকা জায়গায় অবস্থান করে। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন- رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا وَحَاذُوا بِالْأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ ‘তোমরা কাতারে পরস্পর মিশে দাঁড়াও। কাতারগুলোকে পরস্পর নিকটবর্তী রাখো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! আমি শয়তানকে দেখছি ছোট ছোট বকরির মতো কাতারের মধ্যে প্রবেশ করছে।’ (নাসায়ি: ৮১৫)

 

কাতার সোজা রাখা ফেরেশতাদের গুণ। তাই নামাজে কাতার সোজা করার মাধ্যমে ফেরেশতাদের সাদৃশ্য অবলম্বন করা হয়। জাবের ইবনে সামুরাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ جَلَّ وَعَزَّ‏ قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ قَالَ‏ يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدَّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ ‘ফেরেশতারা যেরূপ তাদের প্রতিপালকের কাছে কাতারবদ্ধ হয়ে থাকে তোমরা কি সেরূপ কাতারবদ্ধ হবে না? আমরা বললাম, ফেরেশতারা তাদের প্রতিপালকের কাছে কিরূপে কাতারবদ্ধ হয়? তিনি বলেন, সর্বাগ্রে তারা প্রথম কাতার পূর্ণ করে, তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তারা কাতারে পরস্পর মিলে মিলে দাঁড়ায়।’ (আবু দাউদ: ৬৬১)

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাতার সোজা রেখে ফাঁক বন্ধ করে জামাতে নামাজ পড়ার তাওফিক দান করুন। দৈনন্দিন প্রতিটি আমল সুন্নাহ অনুযায়ী আদায় করার তাওফিক দান করুন। আমিন।

সূএ:ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বড়াইগ্রামে শিক্ষক-কর্মচারী সমিতির (কাল্বের) বার্ষিক সাধারণ সভা

» ইসলামপুরে অসহায়দের মাঝে ইসলামী রিলিফ বাংলাদেশের সহায়তা প্রদান

» বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত

» বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট শুরু

» প্রাইম কলেজ অব নার্সিং-কে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক

» প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ও শেয়ারট্রিপ -এর চুক্তি

» ইসলামপুরে প্রয়াত সোহরাব হোসেনের স্মরণে দোয়া মাহফিল

» রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে

» রাতে স্বামীর জন্মদিন উদযাপন, সকালে নদীতে মিলল গৃহবধূর মরদেহ

» ‘এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে’

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নামাজে যেভাবে দাঁড়ানো অনুচিত

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  : জামাতে নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩)

 

নামাজে ধনী-গরিব, সাদা-কালো, রাজা-প্রজার মধ্যে কোনো ব্যবধান থাকে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে জড়োসড়ো হয়ে বিনীতভাবে আল্লাহকে সেজদা করবে। এটাই জামাতে নামাজ পড়ার মূল উদ্দেশ্য। আল্লাহর বান্দাদের উচিত নয়- এলোমেলো হয়ে ফাঁক রেখে নামাজ পড়া। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে।

এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন- إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً ‘নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, যারা কাতার সোজা করে। আর যে ব্যক্তি কাতারে ফাঁক বন্ধ করে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন।’ (ইবনে মাজাহ: ৯৯৫; মুসনাদে আহমদ: ২৪৬৩১)

 

আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- مَنْ سَدّ فُرْجَةً فِى صَفٍّ رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً وَ بَنٰى لَهُ بَيْتًا فِي الْجَنّةِ ‘যে ব্যক্তি কাতারের মধ্যকার ফাঁক বন্ধ করবে, এর বিনিময়ে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (আলমুজামুল আওসাত, তবারানি: ৫৭৯৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৩৮২৪)

 

হজরত আনাস (রা.) বলেন, ‘একদা নামাজের ইকামত দেওয়া হলে রাসুলুল্লাহ (স.) আমাদের অভিমুখী হয়ে বললেন- أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‘তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো এবং গায়ে গায়ে মিশে দাঁড়াও। আমি তোমাদেরকে আমার পেছন দিক থেকেও দেখতে পাই।’ (সহিহ বুখারি: ৭১৯)

যে সমাজ নামাজের কাতারের প্রতি বেশি যত্নবান হবে সে সমাজ তত সুন্দর ও সুসংহত থাকবে। হাদিসেই এর প্রমাণ রয়েছে। হজরত নোমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (স.) আমাদের (নামাজের) কাতারগুলো সোজা করে দিতেন, মনে হতো যেন তিনি কামানের কাঠ সোজা করছেন। যতক্ষণ না বুঝতে পারতেন যে আমরা পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছি। অতঃপর তিনি স্বস্থানে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা বলতে যাবেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি কাতার থেকে সামনে এগিয়ে আছে, তখন তিনি বলেন- عِبَادَ اللَّهِ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ‘আল্লাহর বান্দাগণ তোমাদের লাইন সোজা করো, অন্যথায় আল্লাহ তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দেবেন।’ (মুসলিম: ৮৬৫)

 

এছাড়াও কাতারের মাঝখানে ফাঁকা রেখে নামাজ পড়লে শয়তান খুব সহজেই ধোঁকা দিতে সক্ষম হয়। কারণ শয়তান এই ফাঁকা জায়গায় অবস্থান করে। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন- رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا وَحَاذُوا بِالْأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ ‘তোমরা কাতারে পরস্পর মিশে দাঁড়াও। কাতারগুলোকে পরস্পর নিকটবর্তী রাখো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! আমি শয়তানকে দেখছি ছোট ছোট বকরির মতো কাতারের মধ্যে প্রবেশ করছে।’ (নাসায়ি: ৮১৫)

 

কাতার সোজা রাখা ফেরেশতাদের গুণ। তাই নামাজে কাতার সোজা করার মাধ্যমে ফেরেশতাদের সাদৃশ্য অবলম্বন করা হয়। জাবের ইবনে সামুরাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ جَلَّ وَعَزَّ‏ قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ قَالَ‏ يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدَّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ ‘ফেরেশতারা যেরূপ তাদের প্রতিপালকের কাছে কাতারবদ্ধ হয়ে থাকে তোমরা কি সেরূপ কাতারবদ্ধ হবে না? আমরা বললাম, ফেরেশতারা তাদের প্রতিপালকের কাছে কিরূপে কাতারবদ্ধ হয়? তিনি বলেন, সর্বাগ্রে তারা প্রথম কাতার পূর্ণ করে, তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তারা কাতারে পরস্পর মিলে মিলে দাঁড়ায়।’ (আবু দাউদ: ৬৬১)

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাতার সোজা রেখে ফাঁক বন্ধ করে জামাতে নামাজ পড়ার তাওফিক দান করুন। দৈনন্দিন প্রতিটি আমল সুন্নাহ অনুযায়ী আদায় করার তাওফিক দান করুন। আমিন।

সূএ:ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com