লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুরের ইসলামপুর নানী বাড়িতে বেড়াতে এসে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাফিজুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া কালীবাড়ী খালে এই ঘটনা ঘটে। ওই যুবক সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের জহিরুল ইসলামের পুত্র।
জানাগেছে, পৌর এলাকার পশ্চিম ভেঙ্গুরা গ্রামে নানীর বাড়ি বেড়াতে এসে মামাতো ভাইয়ের সাথে জাল দিয়ে মাছ ধরতে যায়। সাঁতার না জানায় হঠাৎ হাফিজুর রহমান গভীর পানিতে ডুবে যায়।
মামাতো ভাইয়ের ডাক চিৎকারে স্বজনরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভাস স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box