ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নানা কারণে সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। অনেকেই সমালোচনা করেন, যা অর্থবহ নয়। এসবের জন্য বর্হিবিশ্বে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ মে) সকালে, রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজে ‘ইকোনমিক অলিম্পিয়াড’- এর উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ যা চেয়েছিলো; তা চাপিয়ে দিতে পারেনি। আসন্ন বাজেট সম্পর্কে উপদেষ্টা জানান, অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন, ফ্যাসিস্ট আমলে নীতির বাইরে পরিচালিত হয়েছিলো অর্থনীতি। ব্যাংক লুটের পাশাপাশি দখল করা হয় ব্যবসার সিংহভাগ।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাত স্বাধীন ছিলো না; সুবিধাভোগীরাই পেতেন ঋণ। এমন অবস্থায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং ব্যাংকিং খাতে ফিরে সুশাসন।