বাইজিদ আহাম্মেদ ,পলাশ প্রতিনিধি :নরসিংদীর পলাশে ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে আটক করে ১৫ দিন করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশের সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এই অভিযান পরিচালনা করেন । গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা ও রহিম কাজীর ছেলে কাজী রোমান।
সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এ সময় জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাঙ্গার ভিরিন্দা গ্রামে ফসলী জমি থেকে অবৈধ ভাবে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এমন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাটি কাটায় সরাসরি জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ১৫ দিন করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।