নরসিংদী প্রতিনিধি : জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার শক্তিশালী লক্ষ্যে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজন উপজেলা পরিষদ হল রুমে এ শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.এইচ.এম ফখরুল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা, কবিতা ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ পাঠ অনুষ্ঠান শেষে ২য় পর্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুম ভূইয়ার উপস্থাপনায়, আলোচনা সভায় ‘জুলাই যোদ্ধা’, আন্দোলনে নিহত ও আহতদের পরিবার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে ২৪ এর জুলাইয়ের স্মৃতিচারণ করে আগামীর বাংলাদেশ সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা, আসিফ মাহমুদ, জাহিন মোল্লা, জুলাই যোদ্ধা, শান্ত গাজী , জমিয়তে ওলামায়ে ইসলাম পলাশ শাখার সভাপতি, মাওলানা নুমানুল করিম,জিনারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুজ্জামান,
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি স্বৈরাচার সরকারের দোসরদের নানামুখী অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। সেই সাথে আহত জুলাই আগস্ট আন্দোলনে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে ও শহীদ পরিবারের পাশে দাড়ানোর জন্য সরকারের নিকট দাবি জানান৷ পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহণ করেন।