ছবি সংগৃহীত
কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে দেশবাসী বিজয় উল্লাস শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবার বিজয় উল্লাস করছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে দলটির কয়েক হাজার নেতাকর্মী। এসময় শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে শোনা যায়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল যেতে থাকে দলের নয়াপল্টনের কার্যালয়ের দিকে। ছাত্রদল-যুবদল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীদের একে-অপরের সঙ্গে কোলোকুলি করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।
গত ১৮ জুলাই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। ওইদিন দলটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর গতকাল শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দলটির কয়েকজন নেতা গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।
আজ বেলা ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। সূএ: ঢাকা পোস্ট ডটকম