খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’- তথ্যটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।
দীর্ঘদিন ধরে দেশে সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সংগঠন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।