ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন। এ ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। যারা দ্বিতীয় পন্থার মধ্যে আছে, তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে।
আজ শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা শওকত আজম খাজা, কামরুল ইসলাম প্রমুখ।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করেছে। জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগে শেষ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এখন আরেকটা পক্ষ অন্যপন্থায় ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। তারা মানুষের অধিকার বাধাগ্রস্ত করছে। জনগণ তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করবে। বাংলাদেশের মানুষের এসব অধিকার ফিরিয়ে দেবে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। যাতে দেশের মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে।