সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা যখন সংস্কার বিচারের কথা বলছি, তখন বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে। এ দেশের হাসিনার সিস্টেম, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন যদি থাকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
এনসিপি সদস্য সচিব বলেন, ‘সংস্কারে আলোচনা টেবিল এখনও টেবিলে আছে। সেটাকে রাজপথে আনতে বাধ্য করবেন না। এ আলোচনা রাজপথে আনলে ছাত্র জনতা জুলাই আন্দোলনের চেয়ে বহুগুণ বেশি শক্তি নিয়ে রাজপথে নেমে আসবে। নতুন বন্দোবস্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্য জনতার দুয়ারে শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে যশোর ঈদগাহ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আখতার হোসেন বলেন, ‘ছাত্ররা আন্দোলন করে রাজনীতিবীদরা ফয়দা লোটে। ছাত্ররা রাজপথে থাকায় তারা ভয় পাচ্ছে। আমরা সংস্কার বিচারের কথা বললে তারা শুধু নির্বাচন চায়। আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন এবং নতুন বাংলাদেশ সম্ভব না।
আখতার হোসেন আরও বলেন, ‘ভারতের সাথে বন্ধুত্ব চাই, দাদাগিরি না। আমরা ভারতকে বলতে চাই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সোপর্দ করুন। কারণ বাংলাদেশে নতুন রাজনৈতিক গোষ্ঠীর উত্থান হয়েছে। তারা বাংলাদেশের স্বার্থকে প্রধান করে দেখে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক সাকিব শাহরিয়ার, সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ যশোরের নেতারা বক্তব্য দেন।