ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা। এরমধ্যেই হানা দিতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। যা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
এই আবহাওয়াবিদ বলেন, বর্তমানে শীতের অনুভূতি কোনো শৈত্যপ্রবাহ নয়, বরং মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আগামী ৩ দিন পর্যন্ত থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
হাফিজুর রহমান জানান, বুধবার যশোরে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকায় এই সময়ে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী শুক্রবার (১০ জানুয়ারি) থেকে কয়েক দিনের জন্য দেশের উত্তরপশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এই সময়ে তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তিনি জানান, ভারতের হিমালয় পর্বত এলাকা থেকে ঠান্ডা বাতাস ঢুকছে, যা বুধবার সকাল থেকে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কমে এসেছে দিন ও রাতের তাপমাত্রা। ফলে ঘন কুয়াশার কারণে নৌ-চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।