দক্ষিণ আফ্রিকার বড় শহর জোহানেসবার্গের গির্জায় ধর্মীয় আচার-অনুষ্ঠান চলাকালীন ভারী বর্ষণে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে যে, এই ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন।
জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেস শহরের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, শনিবার বন্যার সময় জুকস্কেই নদীর তীরে ৩৩ জন উপাসক গির্জার আচার-অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
মুলাউদজি বলেন, শুরুতে নয়জনের মৃত্যু হয়। পরে আরও পাঁচটি মৃতদেহ আবিষ্কার করা হয়। তবে কতজন নিখোঁজ রয়েছেন তার সংখ্যা জানাতে পারেননি তিনি।
যে পুরোহিত বাপ্তিস্মসহ অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন তিনি বেঁচে গেছেন বলে জানিয়েছেন মুলাউদজি।
উদ্ধারকর্মীরা এবং দমকলকর্মীরা এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন। তবে জরুরি পরিষেবাগুলো আশঙ্কা করছে যে, নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক কম।
জোহানেসবার্গের এই অংশে জলের আকস্মিক ঢেউয়ের ঘটনা খুবই সাধারণ। সেখানে গ্রীষ্মে প্রায় প্রতি রাতে ঝড় হয়। মুলাউদজি বলেন, মানুষদের নদীতে অবাধ প্রবেশাধিকার রয়েছে। তারা যেখানে ইচ্ছা সেখানে ধর্ম পালন করেন। তবে এই ধরনের বিপর্যয় এড়াতে আমাদের সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।
সূত্র: এএফপি