ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক পথচারী নিহত হয়।
আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম গোপিনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সরদার পশ্চিম গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং মুকসুদপুর পৌরসভার অধীনেই তিনি বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার। এ সময় দ্রুতগামী এক অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক চলাচল স্বাভাবিক আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।