পদ্মায় তীব্র স্রোতের কারণে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলচাল ব্যাহত হচ্ছে। এতে ঘাটের দুই পাশে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
সোমবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সারি তৈরি হয়েছে। প্রতিটা যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। এছাড়াও সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়েও যানজট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী, চালক ও তাদের সহযোগীরা।
বাসের এক নারী যাত্রী বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটে যানজট কারণে প্রায় ৫ ঘণ্টা যাবৎ বাসের মধ্যে বসে আছি। দীর্ঘ সময় গাড়ীর মধ্যে থেকে অসহ্য যন্ত্রণা লাগছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফেরিতে উঠতে পারছি না। আরো কত সময় লাগবে সঠিক সময় কেউ বলতে পারছে না। এই গরমের মধ্যে আমার মত অনেকে অসহায়ের মত অপেক্ষায় আছে।
ট্রাকচালক আল আমিন মিয়া জানান, ‘গতকাল রাত থেকে ঘাট এলাকায় বসে আছি খাওয়া নাই ঘুম নাই। টয়লেটের কোনো ব্যবস্থা নাই। এখনো ফেরিতে উঠতে পারি নাই। কখন যে সিরিয়াল পাবো আল্লাহ ভালো জানে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে ফেরির পারাপারে সময় বেশি লাগছে এতে ট্রিপ কমে যাওয়ায় ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২১টি ফেরির মধ্যে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপর দুটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ,