সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে রিদয় নামে এক জেলের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের চিতল ও ১০ কেজি ওজনের বিশাল আইড় মাছ।
আজ ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে মাছ দু’টি ধরা পড়ে।
সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দেলোয়ারের মৎস্য আড়ত প্রকাশ্য নিলামে ৯ কেজির চিতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকা এবং ১০ কেজি ওজনের আইড় মাছটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ২৩ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে চিতল মাছটি প্রতি কেজি ১৬৫০ টাকা দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় যশোর জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি। পাশাপাশি ১০ কেজির আইড় মাছটি বিক্রির আশায় অপেক্ষায় আছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা প্রকার মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন। এই ঘটনা প্রমাণ করে পদ্মা নদী বর্তমানে বড় মাছের জন্য অনেকটাই সমৃদ্ধ, যা জেলেদের জন্য আশীর্বাদ।সূএ: ঢাকা মেইল ডটকম