রাজধানীর দক্ষিণ বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভবনের পাশের বাড়ির দেয়াল ঘেঁষে বিদ্যুৎ বিভাগের হাই ভোল্টেজের তার ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণে চরম ঝুঁকির মধ্যে বাস করছে বাসিন্দারা।
সরজমিনে দেখা যায়, বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ভবনের প্রাচীর ভেদ করে ভিতরে হেলে পড়েছে। তার উপর বৈদ্যুতিক খুঁটিগুলোও বাঁকা হয়ে পড়েছে।
ভবনের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগে এ বিষয়ে অভিযোগ দেয়ার পরও বৈদ্যুতিক ট্রান্সফোরমারটি ঝুঁকিমুক্ত করতে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সূএ:বাংলাদেশ জার্নাল