ফাইল ছবি
অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানের ফ্লাইট।
বিমানবন্দরে অবতরণের পর মির্জা ফখরুলকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।
এর আগে, গত ৩০ নভেম্বর সস্ত্রীক লন্ডন যান মির্জা ফখরুল। ১১ দিনের এ সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তী সরকার, আগামী নির্বাচন, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এছাড়া, লন্ডনে বাঙালি কমিউনিটির সঙ্গেও কয়েক দফা মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব।
সফরকালে মির্জা ফখরুলকে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের চ্যারিটির অনারারি লাইফ মেম্বারশিপ দেওয়া হয়।