ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: অনলাইন ডেস্ক:: তিনদিন দেশে গ্যাসের চাপ কম থাকবে। এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমনটি হবে বলে আজ এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বার্তায় বলা হয়, শুক্রবার থেকে সোমবার মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় আগামী ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।