ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সবার মধ্যে ঐক্যমত্য জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সোমবার রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে ঐকমত্য হতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা বাড়াতে হবে। বিএনপির সঙ্গে ছাত্র সমাজের মনোমালিন্য দূর হোক এটা নাগরিক ঐক্য চায়।
এ সময় বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণতন্ত্র মঞ্চ ও ছাত্র-সমন্বয়কদের নিয়ে আগামী বুধবার বিকেলে পল্টনের একটি হোটেলে বৈঠকের ঘোষণা দেন তিনি।