আমাকে যত খুশি পাঠ করে দেখো না কেন,
আমাকে তুমি চিনতে পারবে না,
কারণ তুমি যা দেখো, তার বিপরীতে শতভাবে
আমি আবির্ভূত হই।
তারচেয়ে বরং আমার চোখের পেছনে নিজেকে স্থাপন করো,
এবং দেখো যেভাবে আমি নিজেকে দেখে থাকি,
কারণ আমি এমন জায়গায় বাস করার সিদ্ধান্ত নিয়েছি,
যা তুমি কখনোই দেখতে পাবে না।
সূএ:ডেইলি বাংলাদেশ