ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (শিল্পী- ভিনসেণ্ট ভ্যানগগ,১৮৮৯)
মূলঃ ই.বি হোয়াইট (উপন্যাস- স্টুয়ার্ট লিটল)
“শহরটি ছিল সবচেয়ে সুন্দর। সেখানকার বাড়িগুলো ছিল সাদা রঙের ও উঁচু। দেবদারু গাছগুলো ছিল বাড়িগুলোর চেয়ে উঁচু। উঠোনগুলো ছিল খুবই প্রশস্ত ও স্বস্তিদায়ক। বাড়ির পেছনের উঠোনগুলো ছিল ঝোপযুক্ত।
শহরের রাস্তাগুলো ঢালু হয়ে নেমে একটা ঝর্ণার সাথে মিলে গিয়েছিল। এবং ঝর্ণাটি একটা সাঁকোর নীচ দিয়ে নিঃশব্দে প্রবাহিত হচ্ছিল। লনগুলো বাগানগুলোর ভেতরে এবং বাগানগুলো চারণভূমির মধ্যে এসে শেষ হয়েছিল। চারণভূমিটি একটা পাহাড়ের ওপরে আরোহন করে আকাশের ভেতরে মিলিয়ে গিয়েছিল। এই সবচেয়ে সুন্দর শহরটিতে স্টুয়ার্ট সারসাপারিলা (sarsaparilla) পানীয় পান করার জন্যে থামল।” সূএ :ডেইলি-বাংলাদেশ