সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সবকিছু ছাপিয়ে বরগুনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের মঞ্চ মুখরিত হয়েছে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে। আর এই স্লোগানে উৎসাহ যুগিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ।
সোমবার (১৪ জুলাই) বিকেলে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনার পদযাত্রা শেষে পথসভায় এ স্লোগান দেন বরগুনার ছাত্র-জনতা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অবশ্য ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান ধরার কারণও ছিল যথেষ্ট। কারণ, এ সময় মঞ্চে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং এনসিপির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। এদের মধ্যে সারজিস আলম বিয়ে করেছেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের মেয়ে রাইতাকে। আর রাফি বিয়ে করেছেন সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা স্কুল শিক্ষক মো. জাকির হোসেনর মেয়ে জান্নাতুল ফেরদৌসী মিতুকে।
পথসভায় বক্তব্যের শুরুতেই সার্জিস আলম বলেন, ‘এখানে একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে বলার মতো অবস্থা আমার নেই। কারণ, আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার আগে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের বাসায় যাইনি- এটা আমার সৌভাগ্যের বিষয়। আমি বরগুনা এসে হাজারও ছাত্র-জনতার মাঝে উন্মুক্ত মঞ্চে দাঁড়াতে পেরেছি। আপনাদের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির বুকভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে।’
পথসভা শেষে সারজিস আলম রাফিকে পরিচয় করিয়ে সারজিস বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা যাকে চট্টগ্রামের নেতৃত্বে দেখেছি, আপনাদের বরগুনার আরেকজন পরম আত্মীয় খান তালাত মাহমুদ রাফি।’
এ সময় মঞ্চে উপস্থিত রাফি দু’হাত তুলে ছাত্র-জনতাকে অভিবাদন জানান।