দুরন্তপনার সেই শৈশব হারিয়ে যাচ্ছে

 আবদুল বারী, নীলফামারী : শৈশব মানেই হইহুল্লোরে মেতে থাকা। আর দুরন্ত শৈশবে মেতে উঠেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। বাড়ির উঠোন, স্কুলের মাঠ, ফসল বিহীন ক্ষেত কিংবা পরিত্যক্ত রিকসা, সাইকেলের টায়ার নিয়ে ছুটে চলত দস্যিপনা শিশু কিশোররা। কিন্তু শৈশব ও কৈশোরের অদম্য প্রাণশক্তি, নিষ্পাপ আনন্দ, আর দাপিয়ে বেড়ানো গ্রামীণ দুরন্তপনা এখন শুধুই অতীত।

 

এখনো সাইকেল কিংবা গাড়ির টায়ারকে লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে তার সঙ্গে ছুটে যাওয়া শৈশব সবার হৃদয়ে আঁচড় দিয়ে যায়। শহর জীবনে এমন দৃশ্য চোখে না পড়লেও শিশুদের সেই চিরচেনা দুরন্তপনা গ্রামীন জীবনে কিছুটা চোখে পড়ে।

 

তবে বর্তমানে শিশুদের খেলার মাঠ না থাকায় এ দস্যিপনাগুলো স্থান করে নিয়েছে ডিস এন্টেনার টিভি চ্যানেল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল গেমসহ নানা ধরনের বিনোদনে। স্কুল ছুটির ফাঁকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে শিশু কিশোররা এমন দুরন্তপনায় মেতে উঠে।

 

কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম মওলা তালুকদার বলেন, নানা প্রযুক্তিতে আসক্ত হয়ে শিশুদের দৃষ্টি ক্ষীণ হওয়াসহ চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। ফলে অল্পবয়স থেকেই ব্যবহার করতে হচ্ছে চশমা। অতিরিক্ত ডিভাইস ব্যবহার, সবুজ দিগন্তে খেলাধুলা না করাসহ বেশ কয়েকটি কারণে শিশুরা চোখের রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি  উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে না পারায় শিশুরা শারীরিকভাবে অলস হচ্ছে। এতে শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না।

 

নীলফামারী জলঢাকা উপজেলা রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মো মঞ্জু মোর্শেদ বলেন, গ্রামীণ ছেলেবেলার সেই সব দিন এখন আর নেই। শৈশব ও কৈশোরের দাপিয়ে বেড়ানো গ্রামীণ দুরন্তপনা শৈশব এখন শুধুই স্মৃতি। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ডাকসু নির্বাচন : ডিসি মাসুদ

» ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি

» এনআইডি হারিয়ে গেলে আর জিডি করতে হবে না: ইসি সচিব

» ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

» মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার, আটক ১

» ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী: গয়েশ্বর

» কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ১জনকে কুপিয়ে জখম

» ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস

» পরিত্যক্ত বস্তায় মিলল ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ

» ‌যারা লুকিয়ে ছিল, তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন: হান্নান মাসউদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুরন্তপনার সেই শৈশব হারিয়ে যাচ্ছে

 আবদুল বারী, নীলফামারী : শৈশব মানেই হইহুল্লোরে মেতে থাকা। আর দুরন্ত শৈশবে মেতে উঠেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। বাড়ির উঠোন, স্কুলের মাঠ, ফসল বিহীন ক্ষেত কিংবা পরিত্যক্ত রিকসা, সাইকেলের টায়ার নিয়ে ছুটে চলত দস্যিপনা শিশু কিশোররা। কিন্তু শৈশব ও কৈশোরের অদম্য প্রাণশক্তি, নিষ্পাপ আনন্দ, আর দাপিয়ে বেড়ানো গ্রামীণ দুরন্তপনা এখন শুধুই অতীত।

 

এখনো সাইকেল কিংবা গাড়ির টায়ারকে লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে তার সঙ্গে ছুটে যাওয়া শৈশব সবার হৃদয়ে আঁচড় দিয়ে যায়। শহর জীবনে এমন দৃশ্য চোখে না পড়লেও শিশুদের সেই চিরচেনা দুরন্তপনা গ্রামীন জীবনে কিছুটা চোখে পড়ে।

 

তবে বর্তমানে শিশুদের খেলার মাঠ না থাকায় এ দস্যিপনাগুলো স্থান করে নিয়েছে ডিস এন্টেনার টিভি চ্যানেল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল গেমসহ নানা ধরনের বিনোদনে। স্কুল ছুটির ফাঁকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে শিশু কিশোররা এমন দুরন্তপনায় মেতে উঠে।

 

কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম মওলা তালুকদার বলেন, নানা প্রযুক্তিতে আসক্ত হয়ে শিশুদের দৃষ্টি ক্ষীণ হওয়াসহ চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। ফলে অল্পবয়স থেকেই ব্যবহার করতে হচ্ছে চশমা। অতিরিক্ত ডিভাইস ব্যবহার, সবুজ দিগন্তে খেলাধুলা না করাসহ বেশ কয়েকটি কারণে শিশুরা চোখের রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি  উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে না পারায় শিশুরা শারীরিকভাবে অলস হচ্ছে। এতে শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না।

 

নীলফামারী জলঢাকা উপজেলা রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মো মঞ্জু মোর্শেদ বলেন, গ্রামীণ ছেলেবেলার সেই সব দিন এখন আর নেই। শৈশব ও কৈশোরের দাপিয়ে বেড়ানো গ্রামীণ দুরন্তপনা শৈশব এখন শুধুই স্মৃতি। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com