সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
এছাড়াও আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রম কাউন্সেলর মো. আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য দেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। তিনি অভিবাসীদের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে অভিবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে কনস্যুলেটের ভূমিকা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সমৃদ্ধিতে আরও অবদান রাখার জন্য প্রবাসীদের অনুরোধ জানান। সূএ: বাংলাদেশ প্রতিদিন