ভারতের রাজধানী দিল্লিতে নিজ বাড়ির সামনে গুলি করে ক্ষমতাসীন বিজেপি দলের স্থানীয় এক নেতাকে হত্যা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিহত বিজেপি নেতার নাম জিতু চৌধুরী। বুধবার রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সাংবাদিকদের দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে স্থানীয় মানুষের ভিড় দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। এসময় গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে জিতু চৌধুরীকে হত্যা করা হয়েছে, তা জানতে পারেননি স্থানীয় পুলিশ সদস্যরা। এ ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।