দিনাজপুরে হঠাৎ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

এক শ্রমিক নেতাকে সিএনজি চালকের মারধরের ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে দিনাজপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। বুধবার দিবাগত রাত ১২টা থেকে দিনাজপুর বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে বাস-ট্রাক দিয়ে আড়াআড়িভাবে ব্যরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। 

 

এতে সড়কের দুইপাশে আটকা পড়ে বিভিন্ন পরিবহন। এছাড়া বৃহস্পতিবার ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিবহন না পেয়ে অনেকে বাড়ি যেতে বাধ্য হচ্ছেন।

 

দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডে পারভেজ বলেন, বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নেই। পরে কেন্দ্রীয় বিআরটিসি বাস ডিপো ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জানতে পারি তারাও গাড়ি চলাচল বন্ধ রেখেছে। আমাকে জরুরিভাবে ফুলবাড়ী যেতে হবে। বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না।

 

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিআরটিসি ট্রাক চালক শাহজাহান। কিন্তু অবরোধে আটকা পড়েন তিনি। শাহজাহান বলেন, রাত দেড়টা থেকে আটকে আছি। ঢাকায় চাল নিয়ে যেতে হবে। কখন যে সড়ক অবরোধ তুলে নেওয়া হবে তাও জানি না।

 

জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে এক যাত্রীকে বাসে তুলে নেন এক বাস হেলপার। এনিয়ে স্ট্যান্ডে থাকা সিএনজিচালকরা ওই হেলপারকে মারধর করেন। পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাবলু এগিয়ে এলে তাকে মারধর করা হয়।

 

বাস চালক রবিউল ইসলাম বলেন, আমাদের নেতাকে মারধরকারী সিএনজিচালকদের গ্রেফতারের দাবিতে রাত থেকে সড়কে বাস রেখে অবরোধ করেছি। এছাড়া সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি।

 

এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম জানান, আমাদের এক শ্রমিক নেতাকে মারধর করা হয়েছে। তাই আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। আমরা আলোচনা করে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে জানাবো।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, শ্রমিকদের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল। তা আমরা গ্রহণ করেছি। তারা কী কারণে আন্দোলন করছে, তা জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

» গুরুত্বপূর্ণ বিল পাশ করে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

» বাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রী গ্রেপ্তার

» সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন

» উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

» ‘স্পিরিটস অব জুলাই’ কনসার্ট ঘিরে যান চলাচলে নির্দেশনা

» সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু

» বেইলি ব্রিজ ভেঙে তুরাগ ন‌দে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

» সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» ক‍্যানবেরায় ১২ প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের অ‍্যাওয়ার্ড প্রদান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিনাজপুরে হঠাৎ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

এক শ্রমিক নেতাকে সিএনজি চালকের মারধরের ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে দিনাজপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। বুধবার দিবাগত রাত ১২টা থেকে দিনাজপুর বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে বাস-ট্রাক দিয়ে আড়াআড়িভাবে ব্যরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। 

 

এতে সড়কের দুইপাশে আটকা পড়ে বিভিন্ন পরিবহন। এছাড়া বৃহস্পতিবার ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিবহন না পেয়ে অনেকে বাড়ি যেতে বাধ্য হচ্ছেন।

 

দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডে পারভেজ বলেন, বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নেই। পরে কেন্দ্রীয় বিআরটিসি বাস ডিপো ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জানতে পারি তারাও গাড়ি চলাচল বন্ধ রেখেছে। আমাকে জরুরিভাবে ফুলবাড়ী যেতে হবে। বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না।

 

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিআরটিসি ট্রাক চালক শাহজাহান। কিন্তু অবরোধে আটকা পড়েন তিনি। শাহজাহান বলেন, রাত দেড়টা থেকে আটকে আছি। ঢাকায় চাল নিয়ে যেতে হবে। কখন যে সড়ক অবরোধ তুলে নেওয়া হবে তাও জানি না।

 

জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে এক যাত্রীকে বাসে তুলে নেন এক বাস হেলপার। এনিয়ে স্ট্যান্ডে থাকা সিএনজিচালকরা ওই হেলপারকে মারধর করেন। পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাবলু এগিয়ে এলে তাকে মারধর করা হয়।

 

বাস চালক রবিউল ইসলাম বলেন, আমাদের নেতাকে মারধরকারী সিএনজিচালকদের গ্রেফতারের দাবিতে রাত থেকে সড়কে বাস রেখে অবরোধ করেছি। এছাড়া সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি।

 

এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম জানান, আমাদের এক শ্রমিক নেতাকে মারধর করা হয়েছে। তাই আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। আমরা আলোচনা করে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে জানাবো।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, শ্রমিকদের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল। তা আমরা গ্রহণ করেছি। তারা কী কারণে আন্দোলন করছে, তা জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com