দিনাজপুর জেলার ৪টি উপজেলার ২১টি ইউপিতে নির্বাচনে আওয়ামী লীগ ৮টি, স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী ১টি ও বিএনপি ৪টি, অন্যান্য ১টি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর জেলার ৪টি উপজেলার সদরে আওয়ামী লীগ ৪, আওয়ামী লীগ বিদ্রোহী ২, স্বতন্ত্র বিএনপি ৩, বিরলে আওয়ামী লীগ-৪, স্বতন্ত্র বিএনপি-২টি, ঘোড়াঘাটে আওয়ামী লীগ ২,স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী-১, স্বতন্ত্র-১, বীরগঞ্জে আওয়ামী লীগ-১, স্বতন্ত্র বিএনপি১ বেসরকারীভঅবে বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের সদর উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- শেখপুরা ইউপিতে আওয়ামী লীগের মমিনুল ইসলাম(নৌকা), আস্করপুর ইউপিতে স্বতন্ত্র বিএনপির মো. আবু বকর সিদ্দিক (মোটরসাইকেল), কমলপুর ইউপিতে আওয়ামী লীগের আহসান হাবীব সরকার (নৌকা), শশরা ইউপিতে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মোকছেদ আলী (মোটরসাইকেল), ফাজিলপুর ইউপিতে আওয়ামীলীগের অভিজিত বসাক(নৌকা), সুন্দরবন ইউপিতে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী আঃ লতিফ (আনারস), শংকরপুর ইউপিতে স্বতন্ত্র বিএনপির আতাউর রহমান (আনারস), উথরাইল ইউপিতে স্বতন্ত্র বিএনপির রুহুল আমিন (মোটরসাইকেল), আউলিয়াপুর ইউপিতে আওয়ামলীগের প্রার্থী মোস্তফা কামাল (নৌকা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের বিরলে ৬টি ইউপিতে বিজয়ীরা হলেন, বিরলের ধামইর ইউপিতে আওয়ামী লীগের মো. মোসলেম উদ্দিন (নৌকা), শহরগ্রাম ইউপিতে আওয়ামী লীগের মো. ওয়াহেদ আলী (নৌকা) , ভান্ডারা ইউপিতে আওয়ামী লীগের মোঃ মামুনুর রশিদ (নৌকা), ধর্মপুর ইউপিতে স্বতন্ত্র বিএনপির মো: নুর ইসলাম (ঘোড়া), মঙ্গলপুর ইউপিতে স্বতন্ত্র বিএনপির মো. আবুল কাশেম (আনারস), রানিপুকুর ইউপিতে আওয়ামী লীগের আল্লামা আজাদ ইকবাল (নৌকা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপিতে স্বতন্ত্র জামায়াতের মোঃ সাজ্জাদ হোসেন (আনারস), ঘোড়াঘাট ইউপিতে আওয়ামী লীগের মোঃ আসাদুজ্জামান ভুট্ট (নৌকা), পালশা ইউপিতে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মো. কবিরুল ইসলাম (আনারস), বুলাকীপুর ইউপিতে আওয়ামী লীগের মোঃ সদের আলী খন্দকার (নৌকা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু (নৌকা) এবং নিজপাড়া ইউপিতে স্বতন্ত্র বিএনপির প্রভাষক মো. আনিসুর রহমান আনিস (চশমা) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।,