ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি ও মৃত. নাছির উদ্দীনের ছেলে মো. রহমান, ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও মৃত. জেসারত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও গজেন্দ্র নাথ রায়ের ছেলে রাজকুমার, কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য ও শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে নিরঞ্জন চন্দ্র রায়, বোচাগঞ্জ উপজেলার ৬নং বনগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মো. হাসান আলীর ছেলে মো. জোবাইদুর রহমান, ফুলবাড়ি উপজেলার ৩নং কাজীহাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মৃত জহির উদদীনের ছেলে মো. সফিকুল ইসলাম, ফুলবাড়ি উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ সহ-সভাপতি ও মৃত. কুমীর উদ্দিন সরদারের ছেলে মো. আমিনুল হক সরদার, পার্বতীপুর উপজেলার ৬নং ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃত আব্দুর রকিব সরদারের ছেলে মো. আবু দাউদ রুহুল আমিন পলাশ, পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত আবু তাহেরের ছেলে মো. জিয়াদুল ইসলাম, পার্বতীপুর উপজেলার ১০নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী ও মৃত আফসার আলীর ছেলে মো. শফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলার ১নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী ও মৃত খলিলুর রহমানের ছেলে মো. দুলাল প্রামাণিক, পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মৃত মহিউদ্দিনের ছেলে মো. মমিনুল ইসলাম, পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃত. মোখলেছুর রহমানের ছেলে মো.দ রিয়াসাদ সরোয়ার জয়। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
এছাড়াও মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, গ্রেফতারি পরোয়ানাধারী পলাতক আসামি ২৫ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন গ্রেফতার করা হয়েছে।