ঢাকা,১২ মে, ২০২৫: আর্থিক অন্তর্ভুক্তি ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতিকে এগিয়ে নিতে দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি ঋণ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে প্রাইম ব্যাংক পিএলসি.। অনুষ্ঠানে বর্তমান ঋণগ্রহীতা এবং সম্ভাব্য গ্রাহক সহ মোট ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির উদ্দেশ্য কৃষকদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ তৈরি করা এবং এই অঞ্চলের প্রধান ফসল ভুট্টা চাষে কৃষকদের দক্ষতা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোস্তাফিজুর রহমান শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম এবং প্রাইম ব্যাংকেরডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (কনজ্যুমার ব্যাংকিং) মো. নাজিম এ. চৌধুরী; হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীন এবং হেড অব নর্থ রিজিয়ন মো. আবদুল হালিম।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (কনজ্যুমার ব্যাংকিং) মো. নাজিম এ. চৌধুরী বলেন, “এই উদ্যোগ প্রাইম ব্যাংকের গ্রামীণ উন্নয়নে প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। কৃষকদের মাঝে আর্থিক সহায়তা ও পর্যাপ্ত কৃষি জ্ঞান পৌঁছে দিয়ে আমরা তাদের উৎপাদনশীলতা বাড়াতে ও জীবিকার উন্নয়নে সহায়তা করতে চাই।’’
প্রাইম ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের কমিউনিটিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে টেকসই কৃষি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা অব্যাহত রাখবে।