সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান।
পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ৯ মে’র দাঙ্গা ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেন। বলেন, পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দরিদ্রসীমার নিচে চলে এসেছে।
ইমরান খানের বোন বলেন, দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে এক শ্রেণি বিদেশে অর্থপাচার করছে।
তিনি বলেন, লন্ডন প্ল্যানের অংশ হিসেবেই পিটিআইকে ভাঙার চেষ্টা করা হয়েছে। গত মাসে দলের সমাবেশে সরকারি হস্তক্ষেপেরও নিন্দা করেন তিনি।
আলিমা খান বলেন, যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রবাসী পাকিস্তানিরা প্রস্তুত। তবে দেশের ক্ষতি হয় এমন পদক্ষেপ থেকে বিরত আছেন ইমরান খান। সূত্র: ডন নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন