ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়া (২৮) নামে দুই জন নিহত হয়েছেন।
আজ সকাল ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঞা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ (৪৫)। এসময় নান্দিনাগামী অন্য একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যায়। জুয়েল আকন্দ ছনকান্দা এলাকার মনছুর আলীর ছেলে। এসময় নান্দিনাগামী মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাওন মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান।
এঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক টাঙ্গাইলের মামুন মিয়ার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার উপ-পরিদর্শক সাদেকুজ্জামান ভুঞা জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।