দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টুমি থেমে নেই। সেটি আমাদের দেশের ভেতর ও বাহির উভয় জায়গাই হচ্ছে। কারণ এই দেশের অর্থ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অনেকেই নির্লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় এটা অনেকের জন্য ভালো সুযোগ। এই দেশে যদি দুর্বল, জনসমর্থনহীন সরকার ক্ষমতায় রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটে পুটে নিতে পারবে। কিন্তু এই দেশে যদি জনগণের সমর্থিত কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে। যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে, এমন কেউ যদি দেশে পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ নিরাপদে থাকবে। যারা শকুনের দৃষ্টি দিয়ে দেশটার দিকে তাকিয়ে আছে। এই দেশের প্রাকৃতির সম্পদের দিকে তখন তারা ১০ বার চিন্তা করবে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘গত ৫ আগস্ট পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারকে সরিয়ে দেয়া। এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করাসহ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কোদাল হাতে মাঠে নেমেছিলেন। সেই দলের নেতা হিসেবে আপনাকে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে।

 

তারেক রহমান বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল, বিএনপির আমলে দেশে ছোট-বড় মিলিয়ে ৮০ হাজার কলকারখানা স্থাপন করা হয়েছে। আমাদের আমলে গণমাধ্যমে কত কি লিখেছিল। কিন্তু আমরা বলেছি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করেছি। আমাদের সময়তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। যেমন আমাদের বিরুদ্ধে ও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে। একই ভাবে আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখনকি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সীমান্তের ওপারে নিয়ে ফেলে দিয়ে আসছিল। সংসদ সদস্য ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছিল। কোথায় বিএনপির সময়তো এমন হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী।

 

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলেই আমরা দেশের শিল্প কারখানার উৎপাদন বাড়িয়েছি। আবার সুযোগ পেলে আমরা এই কাজগুলো পুনরায় আরো ভালো ভাবে করবো। দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে ৩১ দফা আরো বাড়ানো হবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রথমেই জনগণের রায় আমাদের প্রয়োজন। তাই যে কোন মূল্যে স্ব স্ব অবস্থান থেকে আপনাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

 

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

» গুরুত্বপূর্ণ বিল পাশ করে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

» বাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রী গ্রেপ্তার

» সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন

» উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

» ‘স্পিরিটস অব জুলাই’ কনসার্ট ঘিরে যান চলাচলে নির্দেশনা

» সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু

» বেইলি ব্রিজ ভেঙে তুরাগ ন‌দে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

» সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» ক‍্যানবেরায় ১২ প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের অ‍্যাওয়ার্ড প্রদান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টুমি থেমে নেই। সেটি আমাদের দেশের ভেতর ও বাহির উভয় জায়গাই হচ্ছে। কারণ এই দেশের অর্থ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অনেকেই নির্লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় এটা অনেকের জন্য ভালো সুযোগ। এই দেশে যদি দুর্বল, জনসমর্থনহীন সরকার ক্ষমতায় রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটে পুটে নিতে পারবে। কিন্তু এই দেশে যদি জনগণের সমর্থিত কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে। যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে, এমন কেউ যদি দেশে পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ নিরাপদে থাকবে। যারা শকুনের দৃষ্টি দিয়ে দেশটার দিকে তাকিয়ে আছে। এই দেশের প্রাকৃতির সম্পদের দিকে তখন তারা ১০ বার চিন্তা করবে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘গত ৫ আগস্ট পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারকে সরিয়ে দেয়া। এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করাসহ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কোদাল হাতে মাঠে নেমেছিলেন। সেই দলের নেতা হিসেবে আপনাকে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে।

 

তারেক রহমান বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল, বিএনপির আমলে দেশে ছোট-বড় মিলিয়ে ৮০ হাজার কলকারখানা স্থাপন করা হয়েছে। আমাদের আমলে গণমাধ্যমে কত কি লিখেছিল। কিন্তু আমরা বলেছি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করেছি। আমাদের সময়তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। যেমন আমাদের বিরুদ্ধে ও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে। একই ভাবে আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখনকি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সীমান্তের ওপারে নিয়ে ফেলে দিয়ে আসছিল। সংসদ সদস্য ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছিল। কোথায় বিএনপির সময়তো এমন হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী।

 

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলেই আমরা দেশের শিল্প কারখানার উৎপাদন বাড়িয়েছি। আবার সুযোগ পেলে আমরা এই কাজগুলো পুনরায় আরো ভালো ভাবে করবো। দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে ৩১ দফা আরো বাড়ানো হবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রথমেই জনগণের রায় আমাদের প্রয়োজন। তাই যে কোন মূল্যে স্ব স্ব অবস্থান থেকে আপনাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

 

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com