অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার কুড়–লিয়া গ্রামের ’হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত কুড়–লিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে কাগজ-খাতা-কলম, স্কুল ব্যাগ, ইউনিফর্ম ইত্যাদি শিক্ষা উপকরণ, দরিদ্র অসহায় শতাধিক নারীদের মাঝে শাড়ি-কাপড়, বুয়েট ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ৭হাজার ৫শ’ টাকা করে আর্থিক সহায়তা, বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধীদের নগদ অর্থ প্রদান, এসএসসি পরীক্ষার্থীদের ৫হাজার করে সহায়তা প্রদান এবং উজিরপুর ও আগৈলঝাড়ার মন্দিরে ১২হাজার ৫শ’ করে অনুদান প্রদান করা হয়।
হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কিরণ চন্দ্র বালার নিজস্ব অর্থায়নে এসকল অনুদান প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. চিন্ময় হাওলাদার, অব: অধ্যক্ষ ড. বিনয় কৃষ্ণ রায়, বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শংকর বৈদ্য, অব: ডিডি (ফায়ার ব্রিগেড) ভরত চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক অমূল্য রতন বিশ্বাস, সুশীল চন্দ্র বালা, স্বদেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কিরণ চন্দ্র বালা বলেন, কুড়–লিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি আমার পরলোকগত পিতা হরেন্দ্র নাথ বালা মহাশয় প্রতিষ্ঠা করেন। তাঁর অসমাপ্ত কাজের বিন্দুমাত্র আমি সিঙ্গাপুরে থাকলেও মাঝে মাঝে বাড়ি এসে সম্পাদন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই প্রতি বছর এই সময়ে তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে ধর্মীয় বিধানমতে প্রার্থণা, আলোচনা সভা, বিভিন্ন দান অনুদান কাজ পরিচালনা করে আসছি। সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীসজ্জন, কবি-লেখকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
আপনারা আশির্বাদ করবেন ’হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্ট’ একটি অলাভজনক সমাজকল্যাণ মূলক সেবা প্রতিষ্ঠান। এই ট্রাস্টের মাধ্যমে যেন বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় মানুষের জন্য সেবামূলক কিছু কাজ করে যেতে পারি।