সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আমেরিকার বহুজাতিক সমাজে হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখার অভিপ্রায়ে নিউইয়র্কে দুই দিনব্যাপী নাট্য-কর্মশালা (৭ ও ৮ ডিসেম্বর শনি ও রবিবার) ৮ ডিসেম্বর সম্পন্ন হয়েছে।
নিউইয়র্ক সিটির হিল সাইড অ্যাভিনিউতে মঞ্চ নাটকের উপর এই কর্মশালায় অর্ধ শতাধিক অভিনয়-শিল্পী অংশ নেন। আয়োজন করেছিল প্রবাসে নতুন নাট্য দল ‘থিয়েটার সেভেন্টি ওয়ান’(Theater71)।
আর এই কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি। এমন কলেবরে এর আগে নিউইয়র্ক অঞ্চলে নাটকের উপরে কোন কর্মশালা হয়নি বলে সাংস্কৃতিক জগতের প্রবীণ প্রবাসীরা জানান।
এই নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকির আহমেদ, রোকেয়া রফিক বেবী, লুৎফুন নাহার লতা, শিরিন বকুল, গোলাম সরোয়ার হারুন, মিথুন আহমেদ, বন্যা মির্জা প্রমূখ।
এছাড়াও বিশেষ একটি সেশনে ছিলেন এওয়ার্ড উইনিং লেখক ও অভিনেত্রী এলাইনা ফ্রিম্যান। অভিনয়, শুদ্ধ উচ্চারণ, সংলাপ প্রক্ষেপণ, সেট, মিউজিক, লাইট, মেকআপ, কস্টিউম ইত্যাদি ছিল কর্মশালার বিষয়। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’র সীতেশ ধর। সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক-প্রকাশক সাহাবউদ্দিন সাগরও ছিলেন সহযোগিতায়।
দু’দিনই সকাল দশটায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এই কর্মশালায় বাস্তবতার আলোকে বাংলা নাটককে আরো পরিপূর্ণতা দিয়ে মঞ্চায়ণের গুরুত্ব আসে। জীবনধর্মী নাটক সহজ-সরল ভাষায় মঞ্চায়নের মধ্যদিয়েই দর্শক আকৃষ্ট করা সহজ হয় এবং ক্রমান্বয়ে তা ভিন্ন ভাষাভাষী এমনকি নতুন প্রজন্মের বাঙালিরাও আকৃষ্ট হতে বাধ্য। এক্ষেত্রে নাটকের সংলাপে প্রবাস প্রজন্মের কাছে আরো গৃহণযোগ্যতার স্বার্থে ইংরেজীর সংযোজনের পরামর্শও দিয়েছেন কেউ কেউ।
এই কর্মশালা আয়োজনে বিশেষভাবে সহায়তা করেছেন হোমকেয়ার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং তারই মালিকানাধীন ‘কুইন্স এডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক’র মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যায় মনোজ্ঞ এক সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারিগণের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন নাট্যকার, অভিনেতা তৌকির আহমেদ। এ সময় আয়োজক খাইরুল ইসলাম পাখি বলেন, এটাই শেষ নয়, এখন থেকে নিয়মিতভাবে কর্মশালার আয়োজন করা হবে। তাই অভিনয়ে আগ্রহীরা মঞ্চ নাটক নিয়ে কোন সংশয়-শংকায় থাকার অবকাশ নেই। বাস্তবতার নিরিখে এবং জীবনভিত্তিক ঘটনার আলোকে নাটক রচিত হলে অবশ্যই তা অভিনয়ের মধ্যদিয়ে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও সে সব নাটক দর্শক টানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন প্রবাসের বিদগ্ধজনেরা।সূএ:বাংলাদেশ প্রতিদি