রুখসানা রিমি :
শিশির সিক্ত নরম ঘাস
বৃষ্টিস্নাত বিরহী রাত
তোমরা আমায়
কেউ খুঁজো না আর।
আষাঢ়ের প্রবল স্রোত
ফাগুনের রঙিন রোদ
তোমরা আমায়
কেউ খুঁজো না আর।
আমিতো পাখির ঠোঁটে
বিকিয়েছি সুখের অসুখ
লোভের এই হাট-বাজারে
তোমরা আমায়
কেউ খুঁজো না আর।
আছি আমি প্রাণের সাজে
জোছনা ভেজা স্বপ্নলোকে
ভালবাসার পুতুল খেলায়
তোমরা আমায়
কেউ খুঁজো না আর।
Facebook Comments Box