আসাদ হোসেন রিফাতঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’কর্মসূচী সফল করার লক্ষ্যে লালমনিরহাটে হাতীবান্ধায় ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দু।
তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব দিয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত সকলকে মাঠে থাকবে। এ জন্য তিস্তা নদীর দুই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে এ আন্দোলনের সূচনা করা হবে। রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর কড়াল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
জাগো বাহে তিস্তা বাঁচাই, আন্দোলনের স্থান নির্ধারণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Facebook Comments Box