সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:: রাজবাড়ীতে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর ইউনিয়নের বেদন ডাঙ্গা সাদ্দামের ড্রেজারের পাইপের গোডাউন থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব ও এসআই জুয়েলসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় সাদ্দাম মোটরসাইকেলযোগে গোধূলি পার্কের সামনে আসেন। সাদ্দাম পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন। সাদ্দামের হেফাজতে অস্ত্র রয়েছে এমন তথ্য পায় পুলিশ সদস্যরা। বিষয়টি দ্রুত জেলা পুলিশ সুপারকে জানান থানার পুলিশ সদস্যরা। পুলিশ সুপার দ্রুত থানা পুলিশের অভিযানের সাথে ডিবি পুলিশকে যুক্ত করেন। থানা ও গোয়োন্দা পুলিশের যৌথ অভিযানে সাদ্দামের ড্রেজার পাইপের গোডাউনে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সাদ্দামের ড্রেজারের গোডাউন থেকে অস্ত্র উদ্ধারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতারের দাবি স্থানীয়দের।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, আমাদের থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা করছে। দ্রুতই আসামি গ্রেফতার করা হবে।