ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ(৩১ মার্চ) এক বক্তব্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আসবেন। তিনি এ প্রসঙ্গে বলেন, তারা এখনো স্বপ্ন দেখে এদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে।
তিনি ছাত্রদলের চাঁদাবাজির প্রসঙ্গে বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোন ব্যবসায়ী আমাদেরকে একটি টাকা চাঁদা বাবদ বা স্বপ্রণোদিতভাবে দেয়নি। নবগঠিত রাজনৈতিক দলগুলোর নামে যে শীর্ষ ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক প্রণোদনা নেওয়ার প্রবণতা রয়েছে এবং এগুলো বিভিন্ন মিডিয়ায় ফাঁস হচ্ছে, তা খুবই দুুঃখজনক ঘটনা।
তিনি আরো বলেন, গুলি করে হত্যা করার প্রমাণ থাকা সত্ত্বেও কিছু তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখনও রয়েছে, যাদের এখনো সামান্য অনুশোচনা বা অনুতপ্তবোধ নেই। আমরা যেটা মনে করেছিলাম যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ভুল স্বীকার করে হলেও তারা হয়তো চেষ্টা করবে, কিন্তু না, তারা এখনো স্বপ্ন দেখে এদেশে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে কিনা, না আসলেও শেখ হাসিনা ফিরে আসবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় তারা সে ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।