ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫: ‘প্যারেন্টিং: আ শেয়ার্ড জার্নি অব পার্টনারশিপ’ শীর্ষক এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মা দিবস উদ্যাপন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনটি ছিল ব্র্যাক ব্যাংক ‘তারা’ গ্রাহক ও তাঁদের স্বামীদের নিয়ে। এই আয়োজনে আধুনিক প্যারেন্টিং-যাত্রায় প্যারেন্টিং, সম-অংশীদারিত্ব এবং সর্বোপরি সুস্থতা নিয়ে আলোকপাত করা হয়েছে।
১৭ মে ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পেশাদার ব্যক্তি, অভিভাবক এবং সমাজে পরিবর্তন নিয়ে আসা ব্যক্তিত্বরা, যারা কথা বলেছিলেন প্যারেন্টিং এবং পরিবার ব্যবস্থাপনা নিয়ে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েলবিং পার্টনার ‘মনের বন্ধু’র পরিচালনায় একটি ওয়েলনেস ওয়ার্কশপ। মনের বন্ধুর প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা এবং লিড সাইকোলজিক্যাল কাউন্সেলর কাজী রুমানা হকের নেতৃত্বে এই ওয়ার্কশপে মানসিক সুস্থতা, ইতিবাচক প্যারেন্টিং, আত্ম-পরিচর্যা এবং ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে সাপোর্ট সিস্টেম গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেশন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে কাজী রুমানা হকের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনারও আয়োজন করা হয়, যেখানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ, শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব কার্ডস, বন্ডস অ্যান্ড কাস্টোডিয়াল অপারেশনস ইশরাত জাহান এবং ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক। বাসায় পিতা-মাতার একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে প্যানেলিস্টরা ক্যারিয়ার ও অভিভাবকত্বের মধ্যে ভারসাম্য রক্ষা নিয়েও কথা বলেন।
এছাড়াও, অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা ফাইন্যান্সিয়াল ওয়েলনেসের ওপর একটি সেশন পরিচালনা করেন, যেখানে তিনি উপস্থিত মানুষদের কাছে ‘তারা’ প্রোডাক্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ইনিশিয়েটিভস রাজিবুল আহসান ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ নিয়ে একটি সেশন পরিচালনা করেন।
এই প্রাণবন্ত সন্ধ্যার সমাপ্তি হয়েছিল অর্থী আহমেদ ড্যান্স অ্যাকাডেমির কর্মজীবী মায়েদের একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠান শেষে নেটওয়ার্কিংয়ের প্রসারে ডিনারের আয়োজন করে ব্র্যাক ব্যাংক ‘তারা ফোরাম’।
এই আয়োজনে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড সাজিয়া হোসেন এবং মেহরুবা রেজা। বক্তব্যে তাঁরা গ্রাহক এবং গ্রাহকদের পরিবারের সামগ্রিক ফাইন্যান্সিয়াল ওয়েলনেসে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।