সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শক-অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করেছেন। টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউডেও ব্যস্ত অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, এবার বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে স্বস্তিকাকে। সিনেমার নাম ‘গান্ধারী’। এ ছবিতে তাপসী পান্নু এবং স্বস্তিকা মুখার্জি ছাড়াও থাকছেন ‘পাতাললোক’ খ্যাত ইশওয়াক সিং।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক দেবাশিস মাখিজা সেনেমার শুটিংয়ের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু এবং তার বিপরীতে রয়েছেন ইশওয়াক সিং।
ছবির গল্পে এবং চরিত্রে রয়েছে বাঙালি কানেকশন, বাঙালি চরিত্র। স্বস্তিকা মুখার্জিও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। বলিউডে ইতোমধ্যেই কিছু শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন তিনি। দক্ষ অভিনয়ের কারণে এবারও যে দর্শকদের মন জয় করবেন, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, দেবাশিস মাখিজা অ্যাকশন ছবিতে আগে কাজ করলেও তার ‘গান্ধারী’ সাধারণ মানুষের লড়াইয়ের কথা বলবে এবং কঠিন অবস্থার মধ্যে পড়া সাধারণ মানুষ কতদূর পর্যন্ত লড়তে পারে, সেটাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। অ্যাকশন থ্রিলার হলেও তথাকথিত বলিউড থ্রিলার হবে না।