ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাছির বলেন, সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা গুপ্ত সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন, যা নিয়ে ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন। ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ক্রমাগত বুলিং ও নানামুখী আক্রোশের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়।’
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে শিগগিরই একটি কমিটি ঘোষণা করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন, ক্যাম্পাসে মবসহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত।
নাছির বলেন, ‘গুপ্ত রাজনীতি মোকাবিলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে শিক্ষকদের ব্যাশিং করা হয়।’ এদিকে ছাত্রলীগের প্রতিটি পর্যায়ের কমিটির সদস্যদের বিচারের আওতায় আনতে ২৩টি ছাত্র সংগঠনের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।