সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। এসময় সংগঠন দুটি পাশাপাশি স্লোগান দেয়।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশ দিয়ে দুই সংগঠনের মিছিল হয় পাশাপাশি রাস্তায়।
এসময় দুপক্ষের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদলের নেতাকর্মীদের ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দিতে শোনা যায়। তবে শিবিরের পক্ষ থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে কোনো স্লোগান দিতে শোনা যায়নি।
এসময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।