ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট :নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
আজ সকাল ৮টা থেকে অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।
জানা গেছে, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যানের দুর্ঘটনা ঘটায় কাঁচপুর হতে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়েছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে।