ফাইল ফটো
অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ ৩ গাড়ির সংঘর্ষে আহত হয়েছে অন্তর ৭ জন। এতে ৪ কিলোমিটার এলাকাজুড়ে এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী লেনে একটি পরিবহনে পেছন থেকে অন্য পরিবহন ধাক্কা দেয়। এতে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় ১০/১২ জন গুরুতর আহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে কেউ মারা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।