ফাইল ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনীর রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল চালক রাসেল কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। দেলোয়ার হোসেন নামে এক পথচারী রাসেলকে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মোটরসাইকেল চালক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।