সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে গেল খুলনা টাইগার্স। ১২৩ রানের জবাবে খেলতে নেমে ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ঢাকা ক্যাপিটালস। তানজিদ ও লিটন দাসের উদ্বেধনী জুটি থেকে আসে ২৯ রান। তৃতীয় ওভারে লিটনকে ১০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। একপ্রান্ত সামলে লড়তে থাকেন তানজিদ। ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে সংগ্রহ বাড়াতে থাকেন তিনি। এর মধ্যে বিদায় নেন হাবিবুর রহমান ও ফরমানুল্লাহ।
পাঁচে নেমে কিছুক্ষণ লড়াই করেন সাব্বির রহমান। এর মধ্যে ৩৭ বলে ৫৮ রান করে বিদায় নেন তানজিদ। কিছুক্ষণ পর বিদায় নেন সাব্বিরও। ২০ রান আসে তার ব্যাট থেকে। বাকি সময়ে কেউ দাঁড়াতে পারেননি ঠিকঠাক।
খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ। বাকি সব বোলার নেন একটি করে উইকেট।
রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন খুলনার ওপেনার নাঈম শেখ। শূন্য রানে বিদায় নেন তিনে নামা আফিফ হোসেনও। এরপর মিরাজকে সঙ্গ দেন অ্যালেক্স রস। তৃতীয় উইকেটে তারা ৬৮ রানের জুটি গড়েন। ২২ রান করে ফেরেন রস।
বাকি পথটা উইলিয়াম বোসিস্তোকে নিয়ে এগোতে থাকেন মিরাজ। পরে ২০ রানে উইলিয়াম বোসিস্তো ফিরলেও ম্যাচ জিতিয়ে আসে মিরাজ। ৫৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।
ঢাকার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।