ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ড. ইউনূস এ দেশের মানুষকে চেনেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, আমি মাঝে মাঝে খুব অভিমান করে বলি—ড. ইউনূস বাংলাদেশকে চেনেন না। তিনি এ দেশের মানুষকে বোঝেন না। এ দেশের মানুষ কী চায়, কিভাবে বাঁচে—তার কোনো ধারণা উনার নেই।
উনি এসেছেন নিজের কিছু মিশন নিয়ে। উনার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলা থেকে রেহাই পাওয়ারও একটা উদ্দেশ্য ছিল। উনি মূলত জীবনের একটা বড় সময় কাটিয়েছেন আকাশে-বিদেশে। যারা মাটি ছুঁয়ে থাকেন না, তারা মানুষের মাটির বাস্তবতা বুঝতে পারেন না। এইটাই আসল কথা।’
সম্প্রতি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, “আমাদের বর্তমান সরকারপ্রধান ড. ইউনূস যখন দায়িত্ব নেন, তখন তিনি বলেছিলেন—‘আপনারা মন খুলে আমাদের সমালোচনা করবেন।
তার এ কথা শুনে আমি তখন খুব খুশি হয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম, উনি সত্যিই মানুষের কথা শুনবেন, ভুলগুলো থেকে শিক্ষা নেবেন। মানুষ ভুল ধরিয়ে দিলে তিনি তা শোধরানোর চেষ্টা করবেন। কিন্তু এক বছর পর এসে আমি বুঝেছি, উনি আসলে দুইটা কথা বলেছিলেন—একটামাত্র উচ্চারণ করেছেন, ‘আপনারা মন খুলে সমালোচনা করবেন’। কিন্তু দ্বিতীয়টা মুখে বলেননি—‘আমি কিছুই শুনব না’ এবং সেই দ্বিতীয় কথাটাই উনি বাস্তবে পালন করছেন।’’
তিনি বলেন, ‘আমরা সবাই একটা খাঁচার মধ্যে আছি। একে অপরকে দেখি, ঘেউঘেউ করি কিন্তু খাঁচা কেউ ভাঙতে পারে না। যতদিন খাঁচা না ভাঙবেন, ততদিন কেউ কিছু করতে পারবেন না। আপনাদের দাবিগুলো আপনাদের নিজেদেরই আদায় করতে হবে। কেউ আদায় করে দেবে না’
তিনি আরো বলেন, ‘বৈষম্য নিয়ে কথা বলে যারা এসেছে তারাই এখন বৈষম্য করছে। যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল এখন তারাই আবার কোটার সুবিধা নিচ্ছে। তাহলে লাভটা কী হলো? আমরা আন্দোলন করি, ঘাম ঝরাই, রক্ত দিই, তারপর দেখি—আমাদের অর্জনটা আরেকদল নিয়ে যায়। আমাদের ভাগ্যটাই এমন—শেষমেশ সেটা আমাদের থাকে না। অর্জনটা অন্যের পকেটে চলে যায়। ওরা এখন ব্যস্ত আছে—কাকে নিষিদ্ধ করা যায়, কাকে ধরা যায়, কে কোন সনদ নিয়ে এসেছে, কে কার হয়ে কাজ করছে।’