ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ১৪ মে অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন তাকে ডি-লিট ডিগ্রি দেবে চবি।

 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশে নেবেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে স্বাক্ষর করা সনদও পাবেন।

 

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা আসার কথা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি জানিয়ে সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো বড় সমাবর্তন এর আগে কখনো হয়নি। আমরা সমাবর্তনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করছি খুব ভালো একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের উপহার দিতে পারবো।

বুধবার (১৪ মে) দিনব্যাপী যা হবে

সমাবর্তীদের বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন-টুপি ও খাবার নিতে হবে। এরপর দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে ঢুকতে হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি-লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই উপ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

 

মানতে হবে বিশেষ নির্দেশনা

দুপুর ১টার পরে কোনো সমাবর্তীকে প্যান্ডেলে প্রবেশ করতে দেবে না এসএসএফ। এমনকি লাইনে দাঁড়ানো অবস্থায় ১টা বেজে গেলেও বাকিরা প্রবেশ করতে পারবেন না। দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে ৪টায়। এর মধ্যে প্যান্ডেল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা প্যান্ডেলের মধ্যেই থাকবে।

 

মোবাইল ফোন ব্যতীত অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না। বৃদ্ধ ও শিশুদের না আনার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে চালক নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। যাতে ১ নম্বর গেটে সমাবর্তী নেমে যেতে পারেন। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিজ দায়িত্ব করতে হবে।

 

ক্যাম্পাসে দোকান ও খাবার হোটেল খোলা থাকবে। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসার রুটে কোনো হোটেল থাকলে সেগুলো বন্ধ করা হতে পারে। সমাবর্তীদের জন্য থাকবে ১০০ বাস। সমাবর্তনের দিন সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তীদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। সমাবর্তন শেষে এগুলো আবার শহরে ফিরে যাবে।

৫ পয়েন্টে থাকবে এলইডি পর্দা

সাধারণ শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫ পয়েন্টে এলইডি পর্দায় অনুষ্ঠান দেখানো হবে। সমাবর্তন অনুষ্ঠান লাইভ সম্প্রচার করবে বিটিভি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

» সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

» অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী

» আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

» শান্তি ও সম্প্রীতির কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের প্রচেষ্টা: জিএম কাদের

» আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না: নুরুল হক নুর

» রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

» খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

» সারা দেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

» সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ১৪ মে অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন তাকে ডি-লিট ডিগ্রি দেবে চবি।

 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশে নেবেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে স্বাক্ষর করা সনদও পাবেন।

 

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা আসার কথা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি জানিয়ে সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো বড় সমাবর্তন এর আগে কখনো হয়নি। আমরা সমাবর্তনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করছি খুব ভালো একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের উপহার দিতে পারবো।

বুধবার (১৪ মে) দিনব্যাপী যা হবে

সমাবর্তীদের বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন-টুপি ও খাবার নিতে হবে। এরপর দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে ঢুকতে হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি-লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই উপ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

 

মানতে হবে বিশেষ নির্দেশনা

দুপুর ১টার পরে কোনো সমাবর্তীকে প্যান্ডেলে প্রবেশ করতে দেবে না এসএসএফ। এমনকি লাইনে দাঁড়ানো অবস্থায় ১টা বেজে গেলেও বাকিরা প্রবেশ করতে পারবেন না। দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে ৪টায়। এর মধ্যে প্যান্ডেল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা প্যান্ডেলের মধ্যেই থাকবে।

 

মোবাইল ফোন ব্যতীত অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না। বৃদ্ধ ও শিশুদের না আনার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে চালক নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। যাতে ১ নম্বর গেটে সমাবর্তী নেমে যেতে পারেন। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিজ দায়িত্ব করতে হবে।

 

ক্যাম্পাসে দোকান ও খাবার হোটেল খোলা থাকবে। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসার রুটে কোনো হোটেল থাকলে সেগুলো বন্ধ করা হতে পারে। সমাবর্তীদের জন্য থাকবে ১০০ বাস। সমাবর্তনের দিন সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তীদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। সমাবর্তন শেষে এগুলো আবার শহরে ফিরে যাবে।

৫ পয়েন্টে থাকবে এলইডি পর্দা

সাধারণ শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫ পয়েন্টে এলইডি পর্দায় অনুষ্ঠান দেখানো হবে। সমাবর্তন অনুষ্ঠান লাইভ সম্প্রচার করবে বিটিভি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com