ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এক মামলায় জেরা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

 

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে আজ নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

 

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের পক্ষে জেরা করেন। জেরায় নাহিদ ইসলাম বলেন, ‘এটা সত্য নয় যে দেশি-বিদেশি শক্তির ইন্ধনে আমরা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘৩ আগস্ট সরকার পতনের একদফা কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার ফল ছিল না। আমাদের আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল না বলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

 

এ সময় প্রসিকিউশনের পক্ষে আপত্তি জানানো হলেও ট্রাইব্যুনাল মন্তব্য করে যে বিষয়টি প্রাসঙ্গিক। জেরার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটাও সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা তিনি ভারতে পালিয়ে যাননি।’ এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে চলে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং সেদিনই তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

» পিআর হবে কিনা—সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

» উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর

» ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

» প্রশ্ন রিজভীর ইউনিভার্সিটির ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে?

» অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, কলকাতায় গ্রেফতার প্রযোজক

» সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

» টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

» ‘পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এক মামলায় জেরা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

 

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে আজ নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

 

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের পক্ষে জেরা করেন। জেরায় নাহিদ ইসলাম বলেন, ‘এটা সত্য নয় যে দেশি-বিদেশি শক্তির ইন্ধনে আমরা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘৩ আগস্ট সরকার পতনের একদফা কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার ফল ছিল না। আমাদের আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল না বলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

 

এ সময় প্রসিকিউশনের পক্ষে আপত্তি জানানো হলেও ট্রাইব্যুনাল মন্তব্য করে যে বিষয়টি প্রাসঙ্গিক। জেরার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটাও সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা তিনি ভারতে পালিয়ে যাননি।’ এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে চলে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং সেদিনই তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com