ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ড্রোনের ওপর প্রশিক্ষণ নিতে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চীনের সাংহাই ও গুয়াংজুতে দলের সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এর যাবতীয় অর্থ বহন করবে চীন।
রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে দেশে ফিরে প্রতিনিধি দল নিজস্ব প্রযুক্তিতে কাজ করবে। অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি দল চীনে যাবে বলেও জানান মোস্তফা সরয়ার। মিউজিয়ামের প্রসারের ক্ষেত্রেও একটি দল চীন যাবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন দু-দেশের সম্পর্কে নতুন উদ্যম সৃষ্টি করবে।
উপদেষ্টা বলেন, ‘চীনের সহযোগিতায় বাংলাদেশি প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের জ্ঞান বাংলাদেশের কাজে লাগাবে। তাদের নিজস্ব প্রযুক্তিতে নিজেদের গল্প ড্রোনের মাধ্যমে তৈরি করে দিয়ে দেশ ও বিদেশে প্রদর্শন করবে।’ ড্রোন এখন গল্প বলার নতুন মাধ্যম উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে ড্রোন নিয়ে বাংলাদেশে যে আগ্রহ তৈরি হয়েছে পরবর্তীতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলাদেশে ড্রোন শো ও ড্রোন ডিসপ্লে নিয়ে অনেকে কাজ করবেন। টেকনোলজিও আর্টের একটি ফিউশন। এটি ন্যারেটিভ তৈরিরও অন্যতম অবলম্বন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক মেলবন্ধন থাকবে। পারস্পরিক সহযোগিতা এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।