ডেটিং অ্যাপ হলো সমাজের নর্দমার মতো: কঙ্গনা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলা হয় কঙ্গনা রানাওয়াতকে। যিনি মুখ খুললেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। অভিনেত্রীর পাশাপাশি তিনি বিজেপির সাংসদ। এবার এক প্রশ্নে ক্ষেপে গেলেন তিনি। অনেকদিন ধরেই তিনি একা, কার সঙ্গে সম্পর্কে জড়াননি। কখনও কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ-এ ঢুঁ মেরেছেন অভিনেত্রী?, এমন প্রশ্ন করতেই রেগে গেলেন কঙ্গনা। এ ধরণের অ্যাপে নাকি কঙ্গনার ভরসা নেই। ডেটিং অ্যাপকে তুলনা করেন নর্দমার সঙ্গে।

 

অভিনেত্রী বলেন, ‘আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারো আর্থিক প্রয়োজন, কারো আবার শারীরিক প্রয়োজন।’

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তিনি বলেছেন, ‘আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।

 

যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও নাকি ঘেন্না পান কঙ্গনা। শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলেও মনে করেন তিনি। পরিবার থেকে সম্বন্ধ করে বিয়ে করার পদ্ধতিও সমর্থন করেন।

 

তার কথায়, ‘অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। রাজ্যের যত অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন এখানে, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন!’  সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আড়াই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১৪ হাজারে

» যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

» অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

» আ.লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে : টুকু

» চব্বিশের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

» আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? অত্যাচার বন্ধ করুন: আসিফ নজরুল

» সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

» হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধা

» প্রসবঘরটি হোক আস্থার জায়গা

» চিকিৎসাসেবা না কমিশনবাণিজ্য

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডেটিং অ্যাপ হলো সমাজের নর্দমার মতো: কঙ্গনা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলা হয় কঙ্গনা রানাওয়াতকে। যিনি মুখ খুললেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। অভিনেত্রীর পাশাপাশি তিনি বিজেপির সাংসদ। এবার এক প্রশ্নে ক্ষেপে গেলেন তিনি। অনেকদিন ধরেই তিনি একা, কার সঙ্গে সম্পর্কে জড়াননি। কখনও কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ-এ ঢুঁ মেরেছেন অভিনেত্রী?, এমন প্রশ্ন করতেই রেগে গেলেন কঙ্গনা। এ ধরণের অ্যাপে নাকি কঙ্গনার ভরসা নেই। ডেটিং অ্যাপকে তুলনা করেন নর্দমার সঙ্গে।

 

অভিনেত্রী বলেন, ‘আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারো আর্থিক প্রয়োজন, কারো আবার শারীরিক প্রয়োজন।’

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তিনি বলেছেন, ‘আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।

 

যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও নাকি ঘেন্না পান কঙ্গনা। শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলেও মনে করেন তিনি। পরিবার থেকে সম্বন্ধ করে বিয়ে করার পদ্ধতিও সমর্থন করেন।

 

তার কথায়, ‘অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। রাজ্যের যত অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন এখানে, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন!’  সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com